জোকস ৭০। যৌন ক্ষমতা বৃদ্ধি
Posted by
peezon
বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১ at ৯:০২ PM
0
comments
Labels :
জোকস সমূহ
এক বিজ্ঞানী জঙ্গলে দীর্ঘদিন যাবত যৌন ক্ষমতা বৃদ্ধি নিয়া গবেষনায় মত্ত।
অবশেষে তিনি একটা ইঞ্জেকশন আবিস্কার কইরা ফালাইলেন।
এখন টেষ্ট করানোর জন্য কেউরে পাইতেছে না।
শেষমেষ নিজের পোষা বিড়ালের উপর সেইটা প্রয়োগ কইরা দিলেন।
বিলাই যৌন উন্মাদনায় উত্তেজিত হইয়া যেইখানেই ফুটা পায় সেখানেই করা শুরু করে।
বিজ্ঞানী সফল হইলে ও বিলাই লইয়া বিপদে পইড়া গেলেন।
বিলাইয়ের সেক্স কিছুতেই কমে না।
যখন যা পায় সেইটার লগেই সেক্স করবার যায়।
শেষে বিজ্ঞানী বিলাইরে ধইরা ডীপ ফ্রীজে ঢুকাইয়া রাখল যাতে মইরা গেলে সকালে ফালাইয়া দিতে পারে।
সকালে বিজ্ঞানী ফ্রীজ খুইলা তাজ্জব হইয়া গেল, দেখল বিলাই খালি ঘামাইতেছে আর ঘাম মুছতেছে!
বিজ্ঞানী জিগাইল কিরে তুই মরস্ নাই ?!
বিলাই চিল্লাইয়া কইলঃ শালা!!,
"কাঁচা মুরগির লগে করা যে কি কষ্ট সেইটা তুই কি কইরা বুঝবি !?"
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)