জোকস ৭৩। ডানে-বাঁয়ে দুলছেন কেন ?

একটি ফলের দোকানে একটি লোক ফল কিনছিল;
এমন সময় আর একটি লোক এসে তার পাশে দাঁড়ালো এবং
লুঙি ওড়াইয়া কোমর দুলাইতে দুলাইতে বিভিন্ন ফলের দর দাম জিজ্ঞেস করতে থাকলো ।

দ্বিতীয় লোকটি ডানে-বাঁয়ে এমন ভাবে দুলছিল যে প্রথম লোকটির গায়ে বার বার ধাক্কা লাগছিল।

এতে প্রথম ক্রেতা বিরক্ত হয়ে দ্বিতীয় ক্রেতাকে প্রশ্ন করলোঃ
কি ব্যাপার ভাই আপনি এরকম ডানে-বাঁয়ে দুলছেন কেন ? :O

দ্বিতীয় ক্রেতা উত্তরে বলল:
ভাই কিছু মনে করবেন না, আট বছর ধরে জাহাজে চাকরী করতাছিতো, সাগরের ঢেউয়ের তালে দুলতে দুলতে বদ অভ্যাস হয়ে গেছে, তাই মাটিতে থাকলেও ডানে-বাঁয়ে মাজা দুলতে থাকে।

একথা শুনে ফল-ওয়ালা একটু উত্তেজিত হয়ে বললঃ




আমি তো মিঞা বিয়া করছি ২০ বছর হইলো;
আমি কি সারাদিন সামনে পিছনে মাজা দুলাই নাকি!!

Facebook Twitter RSS