জোকস ৭৯। ১০০% হালাল
Posted by
peezon
বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১ at ৯:২৬ PM
0
comments
Labels :
জোকস সমূহ
সুকন্যা,
শুরুতে কেয়া বিউটি সোপের নতুন ভালোবাসা গ্রহন কর। তোমার প্রতি
আমারভালোবাসা ফিনলে চায়ের মত টাটকা,এ্যারোমেট িক বিউটি সোপের মত ১০০% হালাল
, রাধুঁনি গুঁড়া মসলার মতখাঁটি ,
আর গাজী ট্যাংকের মত শক্ত !
কখনও ফাটে না, টেপ গলে না,
মচকায় না,
মরিচা ধরেনা,যদিও বা ধরে তাহলে রোমানা পেইন্ট দিয়ে মনের মত রং করিয়েনেব।
টাইগার সিমেন্ট দিয়ে শক্ত করে নেব। হাতি মার্কা ফেভিকল দিয়ে জোড়া লাগিয়ে
নেব।
বাংলালিংকের মত আজীবন মেয়াদ রাখব।
রবি'র মত সব সময় উপভোগ করব।
তোমার-আমার এ প্রেম তো ম্যাগি নুডুলসের মত ২ মিনিটে তৈরি হয়নি, নিপ্পন টিভির মত আজীবন যেন এ ভালোবাসা দেখতে পাই।
যে কোনো দিন, যে কোনো সময় দরজায় এসে টাক টাক করে বলব, 'বউ হওয়ার জন্য তৈরি আছ তো!'
ইতি
তোমার - সুপুরুষ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)