জোকস ৯০। বিয়ের প্রস্তাব

এক সুন্দরী তরুণী চান্দুকে বিয়ের প্রস্তাব দিলো!! শুনে কই খুশি হবে তা না, উল্টো চান্দুর মুখ কালো হয়ে গেলো!!

''ঘটনা কী?''-জিজ্ঞেস করল তরুণী।

চান্দু মুখ বেজার করে বলল, ''নারে ভাই,আমার পরিবার এই বিয়ে কোনদিনও মেনে নেবে না!! কারন আমাদের পরিবারে কেবল আত্মীয়দের মধ্যেই বিয়ে হয়!! এই যেমন, আমার বাবা বিয়ে করেছেন আমার মাকে, ভাই করেছেন ভাবীকে আর আপা করেছেন দুলাভাইকে!!'' :P:P

তবুও একদা চান্দু বিয়ে করে ফেললো!!

বিয়ে অনুষ্ঠান শেষে চান্দু যখন তার নতুন বউ নিয়ে বাসায় ফিরছিল,
তখন বউয়ের বড় ভাই কাঁদতে কাঁদতে চান্দুকে বললেন, ‘ভাই, আমার বোনটার দিকে একটু খেয়াল রেখো!! :(

বউয়ের বড় ভাইয়ের কান্না দেখে চান্দুও কেঁদে কেঁদে বললঃ



‘ভাই, আপনি কোনো চিন্তা করবেন না।। আপনি তো আমার বড় ভাইয়ের মতো।। আপনার বোন মানে আমারও বোন!! ওকে আমি নিজের বনের মতই আগলে রাখব, ও খুব ভালোই থাকবে!!"

Facebook Twitter RSS