জোকস ১২০। তুমি কাকে বেশী ভালবাসো?

বাবা: তুমি কাকে বেশী ভালবাসো? আমাকে নাকি তোমার মা কে?

ছেলে: আব্বু , তোমাদের দুজনকেই আমি অনেক বেশী ভালোবাসি।

বাবা: যদি আমি আমেরিকা আর তোমার মা প্যারিস যেতে চায়, তুমি কোথায় যাবে?
ছেলে: অবশ্যই প্যারিস, কারন জায়গাটা খুব সুন্দর!

বাবা: আচ্ছা, যদি আমি প্যারিস আর আম্মু আমেরিকা যায় , তখন কোথায় যাবে?
ছেলে: আমেরিকা!

বাবা: তারমানে তুমি মা কে ছেড়ে থাকতে পারবে না, তাইতো?

ছেলে: তা নয় । কারন একটু আগেই তো আমি প্যারিস গেলাম!

Facebook Twitter RSS