জোকস ৩২। ইনিয়ে বিনিয়ে সব বলল
Posted by
peezon
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১ at ১২:২০ AM
0
comments
Labels :
জোকস সমূহ
এক
ছাত্র অন্যের বাড়িতে থেকে পড়া লেখা করত। তো একদিন ঐ ছেলে পড়ছে। আর লজিং এর
মহিলা পাশের রুমে বসে বসে টিভি দেখছিল। এমন সময় ছাত্রের এক বন্ধু ফোন করল।
কিছুক্ষণ কথা বলার পর পড়া শুরু করল। পড়ছিল
fat=মোটা
fat=মোটা
তখন পাশের রুমে বসে ঐ মহিলা ভাবলো ছেলেটা হয়তো বন্ধুর কাছে তার বদনাম
করছে(ঐ মহিলা ছিল গর্ভবতী)। তাই সেই রাতে তার স্বামীর কাছে ইনিয়ে বিনিয়ে সব
বলল তখন ঐ লোক ছাত্রকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল।
ছেলের মন্তব্য্- শালার একদিন ফোনে কথা বইলা বাসাটা হারাইলাম্।আর ফোনেই কথা কইতাম না my foot :p
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)