জোকস ৯২। টি-টুয়েন্টি থেকে অবসর

এক বয়স্ক লোক অষ্টাদশী এক তরুনীকে নিয়ে হোটেলে রাত যাপন করতে গেছেন।
তরুনীটি নানাভাবে বয়স্ক লোকটিকে উত্তেজিত করার চেষ্টা করছে। কিন্তু কোন চেষ্টাই সফল হচ্ছে না ।
তরুনীটির যত ধরনের টেকনিক জানা ছিল সবই প্রয়োগ করেও যখন কোন ফল পেল না, তখন রেগে লোকটিকে বললো, তোমার তো কোন ক্ষমতাই নেই-শুধু শুধু আমাকে এনেছো কেন?
বয়স্ক লোকটি তখন বললেন, দ্যাখো আমার বয়স হয়েছে। ইতোমধ্যে টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছি। ওয়ানডে খেলাও ছেড়ে দিয়েছি অনেক আগে। এখন মাঝে মধ্যে টেষ্ট খেলি। আর জানোইতো টেষ্ট খেলোয়াড়দের সেট হতে একটু সময় লাগে। তবে একবার সেট হয়ে ক্রিজে দাড়িয়ে গেলে আশাকরি অনেকক্ষন খেলতে পারবো। তুমি অধৈর্য হয়ে না। কারন সবুরে মেওয়া ফলে।

Facebook Twitter RSS