জোকস ৩৩। গাধাটা মরেছে

আফ্রিকার এক যোগাযোগমন্ত্রী কোথায়ও যাচ্ছিলেন তার ব্যক্তিগত গাড়িতে করে।ড্রাইভার গাড়ি চালাচ্ছিল।হঠাৎ রাস্তার ওপর একটা গাধা ছুটে এসে গাড়ির নিচে পড়ে মারা যায়।মন্ত্রী তার ড্রাইভারকে বললেন তাড়াতাড়ি পার্শ্ববর্তী গ্রামে গিয়ে গাধাটা কার খোঁজ নিতে,তিনি তার যথাযথ ক্ষতিপূরণ দেবেন।ড্রাইভার চলে গেল।খানিক পরে সে ফিরেও এলো।তার গলায় ফুলের মালা।মন্ত্রী অবাক হয়ে জানতে চাইলেন কি ব্যাপার।ড্রাইভার বলল-আমি গ্রামে গিয়ে শুধু বললাম,"আমি যোগাযোগমন্ত্রীর গাড়ির ড্রাইভার।একটু আগে গাধাটা মরেছে।"

সঙ্গে সঙ্গে তারা আমাকে কোলে তুলে নাচল,ফুলের মালা পরিয়ে দিল :D

Facebook Twitter RSS