জোকস ৩১। লাজ লজ্জা
Posted by
peezon
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১ at ১২:১৮ AM
0
comments
Labels :
জোকস সমূহ
এক
মেয়ে এক বাড়িতে একটা অনুষ্ঠানে গেল।এক পর্যায়ে মেয়েটার প্রস্রাবের বেগ
পেল। তখন ঐ মেয়ে দেখল এক জায়গায় ঐ বাড়ির মালিক কয়েক জন ভদ্র লোক এর সাথে
গল্প করছে।তো ঐ মেয়ে ঐখানে গিয়ে বাড়িওয়ালাকে বলল আঙ্কেল আমাকে কি একটু
আপনাদের প্রস্রাব করার জায়্গাটা দেখাবেন? তখন উপস্থিত সবাই হেসে উঠল।আর
বাসার মালিক অপমাণিত হয়ে মেয়ের বাবার নিকট নালিশ জানিয়ে বলল- মেয়েকে কি
শিক্ষা দেন। লাজ লজ্জা কিছু শিক্ষা দেন না?
বাবা- কেন? কি হয়েছে? বাড়ির মালিক- আর কি হয়ে নাই তাই বলেন।
আপনার মেয়ে আমাকে বলে আমি নাকি তাকে আমার প্রস্রাব করার জায়্গা দেখাবো।
বাবা- (রাগাণ্বিত হয়ে মেয়েকে) তুমি উনাকে কি বলেছ?
মেয়ে- না মানে আমার প্রস্রাবের বেগ হয়েছে তো তাই আমি বলেছিলাম আমাকে তাদের প্রস্রাব খানাটা দেখাতে।
লুজ লুজ লুজ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)