বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

রাস্তা পার হতে গিয়ে একটি গরু বাসের নিচে চাপা পড়ল। দেখে নেওয়া যাক এ ঘটনায় বিভিন্ন মহলের প্রতিক্রিয়া।

অমুক টিভি চ্যানেল
(মৃতপ্রায় গরুকে হাসপাতালে নেওয়া হচ্ছে, এমন অবস্থায় মুখের সামনে মাইক ধরে…): ‘এ মুহূর্তে আপনার অনুভূতি কী? আচ্ছা, বাসের ঠিক কোন চাকাটা আপনার ওপর দিয়ে গেল…তখন আপনার কী মনে হচ্ছিল?’

পরের দিন সংবাদপত্রে
‘বাসচাপায় মেধাবী গরুর মৃত্যু।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
‘গত চার বছর ধরে আমরা এই রাস্তায় স্পিডব্রেকার বসানোর কথা বলে আসছি। তার মাশুল আজ আমাদের গোবর্ধনকে দিতে হলো। অবিলম্বে কর্তৃপক্ষের পদত্যাগ চাই… ঐ!!!! ভাঙ তোরা…!!!’
(ফলাফল: গাড়িতে ও দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ। ৮ দফা দাবি পেশ।)

রাজনীতিবিদ
‘এটি সুস্পষ্ট ষড়যন্ত্র। গোবর্ধন ছিলেন আমাদের দলের নিবেদিতপ্রাণ একজন কর্মী। কুচক্রী একটি মহল ইতিহাস থেকে তার নাম মুছে ফেলতে চায়। আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাই…’

অপর দলের রাজনীতিবিদ
‘কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না… আগে নিজেদের ঘর সামলান। ভীমরুলের চাকে হাত দেবেন না… খোঁজ নিয়ে দেখেন গোবর্ধনের নামে কোন থানায় কটি মামলা ছিল।’

টক শোতে নৈরাশ্যবাদীরা
‘এ দেশের কিচ্ছু হবে না (কফি মগে চুমুক দিতে দিতে)। একটি গরুর জীবনের নিরাপত্তা দিতে পারে না যে রাষ্ট্র, সে রাষ্ট্র…’

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
‘যুক্তরাষ্ট্র চায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে, গণতন্ত্রের সুষুম প্রয়োগ দেখতে। মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে, গরু হত্যার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ তার গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটাবে।’

অর্থনীতি বিশ্লেষক
‘গরুর মৃত্যু বিশ্ব-অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান টালমাটাল করে দেবে। অচিরেই তেলের দাম বাড়াতে বাধ্য হবে সরকার।’

সুশীল সমাজ
‘গরুদের কখনো মৃত্যু হয় না। তাঁরা আমাদের মাঝে থেকে যান তাদের সৃষ্টি দিয়ে। তাঁর ওপর এই বর্বরোচিত হামলায় নাগরিক নিরাপত্তা আজ প্রশ্নের সম্মুখীন। এই হীন কাজে জড়িত ব্যক্তিরা যে-ই হোক, তারা দেশের শত্রু, জাতির শত্রু, সমাজের শত্রু। এদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।’
(অতঃপর শহরে মানববন্ধন। প্রেসক্লাবের সামনে মৌন মিছিল ও পথিমধ্যে পুলিশের বাধা। আমরণ অনশন।)
(ইতিমধ্যে জানা গেছে, মৃত গরু গোবর্ধন ছিলেন একজন গার্মেন্টস কর্মী…)

বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা
‘ছয় মাস ধরে বেতন পাই না। ওই ভাঙ!!!’

বিজ্ঞানী
‘গরুটি কি আসলেই রাস্তা পার হচ্ছিল? নাকি রাস্তাটি গরুর স্থির অবস্থানের সঙ্গে আপেক্ষিকভাবে সরে গিয়েছিল?’

রাস্তার ক্যানভাসার
‘…এই বইটি পড়লে আপনি জানতে পারবেন, মৃত্যুর আগে গরুর শেষ কথা কী ছিল…এই বইটি পড়লে আরও জানতে পারবেন, গরুর লেজে কয়টা চুল ছিল। এই বইটি পড়লে আরও জানতে পারবেন…’

দৈনিক অপরাধবার্তা শিরোনাম
এক মাসের অন্তঃসত্ত্বা ছিল গরুটি (সাথে ৫-৬টি ‘!’ চিহ্ন)।

সাধারণ জনগণ
***দীর্ঘশ্বাস***

সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ৩১, ২০১১

Facebook Twitter RSS