জোকস ৫৪। গরম সিঙ্গারা

এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত এক লোক ভুলক্রমে পিয়নকে ফোন না দিয়ে কোম্পানির ডিরেক্টারকে ফোন দিয়ে বললঃ একাউন্ট সেকশনে ২ মিনিটের মধ্যে গরম গরম সিঙ্গারা আর কফি দিয়ে যাও।

ডিরেক্টর রেগেমেগে অস্থির হয়ে বলনেনঃ তুমি জানো, তুমি কার সাথে কথা বলছো?

কর্মচারীঃ না!

ডিরেক্টরঃ গর্দভ! আমি এই কোম্পানির ডিরেক্টর।

কর্মচারী তার চেয়েও বেশি আক্রমণাত্নকভাবে বললঃ তুমি কি জানো, তুমি কার সাথে কথা বলছ?!

ডিরেক্টর ভ্যাবাচ্যাকা খেয়েঃ নাতো!

এবার কর্মচারিটি ঠকাশ করে রিসিভার রেখে বললঃ

¤

¤

¤

¤

¤

¤

"ঠ্যাংক গড"

Facebook Twitter RSS