জোকস ৭৭। বেয়াই ও বেয়াইন
Posted by
peezon
বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১ at ৯:২২ PM
0
comments
Labels :
জোকস সমূহ
বাসে করে যাচ্ছে একজন অল্প বয়সীসুন্দরী মহিলা।
বাস কন্ডাক্টর এসে তার কাছে টিকেট চাইল।
মহিলা ব্যাগ-ট্যা গ হাতড়ে নিয়ে হেসে বললো, ‘টাকার ব্যাগটা ভুলে বাসায়
রেখে এসছি।
... কন্ডাক্টর :তা বললে কি হবে ? টিকেট তো লাগবেই ?
… মহিলা : ভেবে নিন আমি আপনার মেয়ে।
মহিলার এই কথা শুনে পাশ থেকে একজন লম্বা চওড়া সুদর্শন
লোক মহিলার পাশে এসে বললো, ‘আর আমি আপনার
মেয়ে জামাই।……পা শে দাড়িয়ে থাকা ছোট একটা ছেলে লোকটার কোলেবসে পড়ে
কন্ট্টাকটা রকে বলল "আর আমি আপনার নাতি"। পিছনে বসে থাকা এক বৃদ্ধ ও বৃদ্ধা
দাড়িয়ে বলল আর আমরা আপনার বেয়াই ও বেয়াইন। এভাবে গাড়ীর অর্ধেক যাত্রী তার
আত্নীয় স্বজনে ভরে গেল। তখন কন্ট্টাকটা র ড্রাইভারকে বলল ওস্তাদ গুলিস্তান
না পাবনা চলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)