জোকস ৯৩। কোর্টের দ্বারস্থ হলো


এক দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু
একমাত্র বাচ্চা কার কাছে থাকবে এটা নিয়ে কোর্টের
দ্বারস্থ হলো তার।বিচারক প্রথমে মহিলাকে বলল,
" বাচ্চা আপনার কাছে রাখার যৌক্তিক
ব্যাখ্যা দিন।"
স্ত্রী, "আমি ১০ মাস পেটে ধারণ করেছি এবং জন্ম
দেবার সময় কষ্ট ভোগ করেছি, অতএব আমার
সন্তান আমার প্রাপ্য"
বিচারক এবার স্বামীর কাছে শুনতে চাইলেন তার
যুক্তি।
স্বামী,"হুজুর আমার একটা প্রশ্নের উত্তর দিন।
একটি কয়েন, কফি মেশিনে ফেলার পরে কফি বের
হয়ে য়াসলো,এই কফির মালিক
কে আমি না কফি মেশিন?"

Facebook Twitter RSS