জোকস ৬০। এক বাচ্চার লাভ লেটার

প্রিয় পিংকি,
এই চিঠি দেয়ার কারণ হচ্ছে তুই আমার খুব পছন্দের,,,,,,,,,,,

তুই ও দেখি সব সময় ক্লাসে আমার দিকে তাকিয়ে থাকিস!!

এই জন্য আমার মনে হয় তুই ও আমাকে পছন্দ করিস,অংক পরীক্ষায় আমাকে একটু হেল্প করিস প্লিজ!!

আর তুই লাল ফিতা আর লাগাইস না,তোর পিছের ওই মেয়েটা এটাতে কালি লাগাইয়া দেয় এই জন্য আমার খুব রাগ লাগে,,,,,,,,,,,,,,

ও আমার পাশেই থাকে তাই এই কালির বদলা নিতে ওদের বাড়ির বেল বাজাইয়া আমি দৌড় দেই!!

আর শোন তুই ফেয়ার & লাভলি মাখিস তাহলে তোকে আরো সুন্দর লাগবে,তোর পাশের মেয়েটা,টিংকি তোর চেয়ে ফরসা কিন্তু আমি তো তোকেই পছন্দ করি কারণ ও আমার কলম চুরি করছে,,,,,,,,,,,

চিঠি পড়ে রাগ হইলে আমাকে ফেরত দিয়ে দিস,ষ্যার কে দিস না প্লিজ!!

তোর প্রিয়
কুদ্দুস

Facebook Twitter RSS