জোকস ৪২। ১০ মাস পর

এক লোক ডাক্তারের কাছে গিয়ে বলল।
লোকঃ ডাক্তার সাব আমার বয়স ৩৮,কিন্তু আমার কোন সন্তান নাই।ডাক্তার সাব একটা কিছু করেন যাতে আমি তাড়াতাড়ি বাবা ডাক শুনতে পারি।
ডাক্তারঃ এই যে নেন।এই ঔষুধটা দিনে দুই বার খাবেন।আর ১১ মাস পর আমার সাথে দেখা করবেন্।
১১ মাস পর লোকঃ ডাক্তার সাব আপনি কি ঔষুধ দিলেন আমি ত এখনো বাবা হতে পারি নাই।
ডাক্তারঃ একটু চিন্তিত হয়ে আরেকটা ঔষুধ দিয়ে বললেন্,এইটাও আগের নিয়মে খাবেন এবং ১০ মাস পর আমাকে জানাবেন্।
১০মাস পর লোকঃ ওই ডাক্তার কি ঔষুধ দিসস আমার পোলা মাইয়া হয় না কেন?
ডাক্তারঃ আরো চিন্তিত হয়ে বলল সন্তান হওয়ার কোন লক্ষণ বুঝা যাচ্ছে?
োকঃ না।
াক্তারঃ অবাক হয়ে বলল আচ্ছা আপনার বউ কে নিয়ে আসেন্।
োকঃ আমার বউ আসবে কোথায় থাকে?
ডাক্তারঃ অবাক হয়ে। মানে?
লোকঃ মানে হলো আমি এখনো বিয়ে করি নাই।

Facebook Twitter RSS