জোকস ৬৮। “একে একে আয়! লাইন ধরে আয়”
Posted by
peezon
বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১ at ৮:৫৯ PM
0
comments
Labels :
জোকস সমূহ
কোন এক সিনেমা হলের টিকেট চেকারের একটা মেয়ে টিয়া পাখি ছিল।
টিয়াটা কথা বলতে পারতো।
মুলত: চেকারকে সাহায্য করার জন্য টিয়াটি কথা বলতো।
হলের প্রতিটি শো এর আগে দর্শকরা টিকেট কেটে যখন হলে ঢুকতো তখন টিয়াটি বলত–” একে একে আয়! লাইন ধরে আয়”!
… তো একদিন হঠাৎ করে টিয়াটি হারিয়ে গেল।
বেচারা টিকিট চেকার দুই তিন দিন অনেক খুজেও টিয়ার সন্ধান না পেয়ে আশা ছেড়ে দিল।
একদিন সকাল বেলা হাসপাতাল থেকে টিয়ার খবর এলো। চেকার হন্তদন্ত হয়ে
হাসপাতালে গেলেন এবং টিয়াকে জিজ্ঞাস করলেন এতদিন তুই কোথায় ছিলি??
টিয়া বলল–” আর বলিস না। তোর এখান থেকে গিয়েছিলাম জঙ্গলে।
অনেক ছেলে টিয়া দেখে অভ্যাসবসত ওখানেও বলে ফেললাম “একে একে আয়! লাইন ধরে আয়”, তারপর আমি এখানে!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)