জোকস ২৬। কিভাবে আপনার এমন হয়েছে।"
Posted by
peezon
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১ at ১২:১০ AM
0
comments
Labels :
জোকস সমূহ
এক
বাচ্চা সব সময় আংগুল চুষতো।তার মা তাকে ভয় দেখালো যে আংগুল চুষলে তার পেট
ফুলে ঢোল হয়ে যাবে।কয়েকদিন পর এক পার্টিতে বাচ্চাটা তার মা বাবার সাথে
গেল।সেখানে এক গর্ভবতী মহিলাও এসেছিল।ঐ মহিলাকে দেখে বাচ্চাটা তার সামনে
গিয়ে বললো-"আমি জানি কিভাবে আপনার এমন হয়েছে।"
তখন ঐ মহিলা অবাক ও লজ্জিত হয়ে বলল-কি জানো?
বাচ্চা- আপনি একটা জিনিস চুষছেন।
মহিলা- অবাক হয়ে তাকে একতু আড়ালে নিয়ে বলল তুমি কিভাবে জানলে?
বাচ্চা- আমার মা বলছে।
তখন মহিলা বাচ্চার মাকে বলল-আপনাদের কি লজ্জা শরম বলতে কিছু নাই!!
বাচ্চার মা- (অবাক হয়ে) মানে?
মহিলা- আপনারা স্বামী-স্ত্রী যা করেন তা নিজের বাচ্চাকে বলেন।
বাচ্চার মা- কে বললো?
মহিলা-আপনার ছেলে।
বাচ্চার মা- আপনাকে কি বলছে?
মহিলা বাচ্চার কথা শুনিয়ে দিল।
মা(বাচ্চাকে)তুমি ঐ মহিলা সম্পর্কে কি জানো?
বাচ্চা- উনি তার আংগুল চুষছেন।
তখন ঐ মহিলা বোকার মতো ঐ বাচ্চা আর মার দিকে তাকিয়ে রইল।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)