জোকস ৮।হারিয়ে যাওয়া গরু কোথায় আছে
Posted by
peezon
সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১ at ৩:৪৬ AM
0
comments
Labels :
জোকস সমূহ
কুদ্দুসের
গরু হারিয়ে গেছে।খুঁজে খুঁজে সারাদিন পার হয়ে গেছে।বিকেলে এক গাছের উপর
উঠে চারিদিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করছে।এমন সময় দুজন প্রেমিক-প্রেমিকা এসে
গাছের নিচে বসলো।
প্রেমিক প্রেমিকাকে বলছে,ডার্লিং তোমার চোখে চোখ রেখে আমি গোটা দুনিয়াই দেখতে পাই।
একথা শুনে কুদ্দুস গাছ থেকে ধপাস করে লাফ দিয়ে নেমে হাত জোর করে বললো ঐ
চোখের দিকে তাকিয়ে আমার হারিয়ে যাওয়া গরু কোথায় আছে বলে দেন না
প্লিজজজজজজজজজজজজ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)