কোন সাইটের ফ্লাশ ফাইল /.swf ফাইল সেভ করুন কোন সফটওয়্যার ছাড়া, মিডিয়া ফাইল সেভ করুন সহজেই
Posted by
peezon
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২ at ৮:১৮ AM
0
comments
অনেক সাইটে ফ্লাশ ফাইল দেখা যায়। আবার অনেক সাইটে ফ্লাশ টিউটোরিয়াল দেখায়, যেমন পিএইচপি বিবি এর অফিসিয়াল টিউটোরিয়াল। এগুলো আমরা ডাউনলোড করতে পারই না। অনেকে আবার ডাউনলোড করেন সফটওয়্যার ইউস করে। আমি এই ধরনের সফটওয়্যার কখনও ব্যবহার করি নি। আজ আপনাদের দেখাব কিভাবে সহজে আপনারা ফ্লাশ ফাইল / *.swf ফাইল সেভ করতে পারবেন কোন সফটওয়্যার ছাড়া মজিলা ফায়ারফক্স দিয়ে। তাছাড়া কিভাবে কোন সাইটের মিডিয়া ফাইল যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ সেভ করতে পারবেন সেটাও দেখাব।
প্রথমে সাইটটি পুরোপুরি লোড হতে হবে। আর যদি *.swf ফাইল দ্বারা টিউটোরিয়াল দেখানো হয়, সেক্ষেত্রে পুরো টিউটোরিয়ালটি একবার অনলাইনে দেখে তারপরে কাজ শুরু করবেন। তবে আমার এই পদ্ধতি কোন ভিডিও ডাউনলোড যেমন ইউটিউবের ভিডিও ডাউনলোড সাপোর্ট করবে না। তবে আপনি ইউটিউবের এডস সেভ করতে পারবেন।
সাইটটি লোড হওয়া শেষে Tools > Page Info তে ক্লিক করুন।
অথবা সাইটের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে View Page Info তে ক্লিক করুন।
এবার Media ট্যাব সিলেক্ট করুন।
এবার এড্রেস এবং টাইপ ফিল্ডের আন্ডারে আপনার লোডকৃত সাইটের সকল মিডিয়া ফাইল দেখাচ্ছে। এখান থেকে আপনি যে কোন মিডিয়া ফাইল সেভ করতে চাইলে সেটি সিলেক্ট করতে হবে। তাহলে নিচের মিডিয়া প্রিভিউতে সেটির প্রিভিউ দেখতে পারবেন। ঠিক মিডীয়িয়া প্রিভিউ বক্সের উপরে ডানে সেভ এস বাটনে ক্লিক করে সেভ করতে পারবেন।
আর ফ্লাশ ফাইল সেভ করতে হলে মিডিয়া ফাইল লিস্ট হতে ফ্লাশ ফাইল সিলেক্ট করেন। টাইপ থাকবে Embed। তবে প্রিভিউতে আপনি কিছু দেখতে পারবেন না। নিচের ছবিতে একটা ফ্লাশ ফাইল সিলেক্ট করে দেখালাম।
তারপরে সেভ এস বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করুন। ব্যাস সেভ হয় গেল আপনার ফ্লাশ ফাইল।
অনেক মজার এবং সহজ তাই না? যদি উপকৃত হন তাহলে নিচে কমেন্ট করে আরো লেখার উৎসাহ যোগাবেন আশা করি। কারন আপনার একটি কমেন্ট একজন রাইটারে লেখার ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ।
প্রথমে সাইটটি পুরোপুরি লোড হতে হবে। আর যদি *.swf ফাইল দ্বারা টিউটোরিয়াল দেখানো হয়, সেক্ষেত্রে পুরো টিউটোরিয়ালটি একবার অনলাইনে দেখে তারপরে কাজ শুরু করবেন। তবে আমার এই পদ্ধতি কোন ভিডিও ডাউনলোড যেমন ইউটিউবের ভিডিও ডাউনলোড সাপোর্ট করবে না। তবে আপনি ইউটিউবের এডস সেভ করতে পারবেন।
সাইটটি লোড হওয়া শেষে Tools > Page Info তে ক্লিক করুন।
অথবা সাইটের খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে View Page Info তে ক্লিক করুন।
এবার Media ট্যাব সিলেক্ট করুন।
এবার এড্রেস এবং টাইপ ফিল্ডের আন্ডারে আপনার লোডকৃত সাইটের সকল মিডিয়া ফাইল দেখাচ্ছে। এখান থেকে আপনি যে কোন মিডিয়া ফাইল সেভ করতে চাইলে সেটি সিলেক্ট করতে হবে। তাহলে নিচের মিডিয়া প্রিভিউতে সেটির প্রিভিউ দেখতে পারবেন। ঠিক মিডীয়িয়া প্রিভিউ বক্সের উপরে ডানে সেভ এস বাটনে ক্লিক করে সেভ করতে পারবেন।
আর ফ্লাশ ফাইল সেভ করতে হলে মিডিয়া ফাইল লিস্ট হতে ফ্লাশ ফাইল সিলেক্ট করেন। টাইপ থাকবে Embed। তবে প্রিভিউতে আপনি কিছু দেখতে পারবেন না। নিচের ছবিতে একটা ফ্লাশ ফাইল সিলেক্ট করে দেখালাম।

অনেক মজার এবং সহজ তাই না? যদি উপকৃত হন তাহলে নিচে কমেন্ট করে আরো লেখার উৎসাহ যোগাবেন আশা করি। কারন আপনার একটি কমেন্ট একজন রাইটারে লেখার ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)