জিমেইলে পাঠানো মেইল ফিরিয়ে আনা

জিমেইলে ই-মেইল পাঠানোর পর যদি মনে হয় কোনো ভুল হয়েছে তবে তাৎক্ষণিকভাবে মেইল ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। এজন্য জিমেইলে লগইন করে Settings থেকে Labs ট্যাবে যেতে হবে। সেখানে Undo Send এর অপশন Enable বাটন নির্বাচন করে সেভ করতে হবে।

এবার ট্যাবে এসে Undo Send এ ৫ সেকেন্ড নির্বাচন করা না থাকলে ৫ সেকেন্ড নির্বাচন করে দিতে হবে।
এরপর থেকে মেইল সেন্ড করার ৫ সেকেন্ডের মধ্যে Undo তে ক্লিক করলে মেইল কম্পোজে ফিরে আসবে।

Facebook Twitter RSS