ফেসবুকে চ্যাটে নিজের বা বন্ধুর প্রোফাইল পিকচার অথবা নতুন ইমোটিকন ব্যবহার করে চমকে দিন

নিজের বা বন্ধুর প্রোফাইল পিক ইমোটিকন হিসেবে ব্যবহারের জন্য আপনাকে আপনার প্রোফাইল এর নাম্বার অথবা নামের প্রথম অংশ বা প্রোফাইল লিংক এর শেষের নামটি জানতে হবে।যেমন, আমার ফেসবুকের লিংক হচ্ছে এটি এখানে গেলে শেষে projukti.in.bd আছে।যাদের এটি নেই তারা প্রোফাইল নাম্বার খেয়াল করুন।

এবার শুধু ওই লেখাগুলো আগে পিছনে দুটি করে ৩য় বন্ধনী [[projukti.in.bd]] বা [[profile number]] লিখে এন্টার দিলেই হবে।দেখবেন প্রোফাইল পিকচার ছোট হয়ে ইমোটিকনের মত দেখাচ্ছে।এটি ফ্যানপেজ বা গ্রুপের ক্ষেত্রে কার্যকর হবে, যেমন, [[projukti.in.bd]] লিখলে প্রযুক্তি ইন বিডি ফ্যানপেজের প্রোফাইলে যেই পিকচার আছে,সেটি দেখাবে।একইভাবে [[google]] লিখলে গুগলের পেজের প্রোফাইল ইমেজ দেখাবে।
:arrow: আপনি যদি এর মতো কাষ্টম ইমোটিকন বানাতে চান তাহলে প্রথমে আপনাকে ওই নামে একটি একাউন্ট বা ফ্যানপেজ খুলতে হবে এরপর ইমোটিকনগুলোর বড় পিক্সেলের ছবি প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে হবে যাবে ইমোটিকন হিসেবে ব্যবহারের সময় সুন্দরভাবে আসে।এবার ওই পেইজের নাম বা প্রোফাইল নাম্বার বন্ধনীর মধ্যে রেখে এন্টার চাপলেই অপর প্রান্তের জন দেখতে পাবেন।
:arrow: এটা শুধুমাত্র চ্যাটে কাজ করবে কমেন্টে বা স্ট্যাটাসে কাজ করবে না।

Facebook Twitter RSS