ব্লগার টিউটোরিয়াল - নতুন ব্লগ তৈরী করুন (blogspot blog)

আজকে আমি এখানে শুধু দিবো কিভাবে ব্লগার এ একটা ফ্রি ব্লগ খুলবেন । আর ডিজাইন নিয়ে সামান্য কিছু টিউট দিবো। স্ক্রিনশট সহ দিলাম। তারপরও যদি কোন প্রশ্ন থাকে ব্লগ নিয়ে এখানে করতে পারেন।
মনে রাখবেন এ ব্লগারে ফ্রি ব্লগ খুলতে হলে আপনার একটা Gmail আইডি অবশ্যই থাকতে হবে।
ব্লগারে যেতে হলে এখানে ক্লিক করুন

তারপর
ছবি
ছবি বড় করে দেখতে চাইলে ছবিতে ক্লিক করুন

G-MAIL আইডি এবং পাসওয়ার্ড দিয়ে SIGN IN করুন।
তারপর CREATE A BLOG এ ক্লিক করুন ।


ছবি

Blog tittle এ আপনার ব্লগের জন্য একটা শিরোনাম দিন । বাংলায় অথবা ইংরেজীতে । শিরোনাম পরিবর্তনযোগ্য । যে কোন সময় পরিবর্তন করতে পারবেন। তাই আপাতত একটা নাম দিয়ে দিন।
Blog address ( url ) এ আপনার ব্লগের জন্য একটা ডোমেইন নাম দিন। চেক করুন এটা উপলভ্য আছে কিনা ।
তারপর ক্যাপচা পূরণ করে Continue এ ক্লিক করুন ।


ছবি

Choose a starter template
আপাতত এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করুন । পরে সেটা পরিবর্তন করে নিবেন ।
Continue এ ক্লিক করুন।


ছবি

আপনার ব্লগ তৈরী হয়ে গেলে এই ব্ক্স টা আসবে । এখন Customize how your blog looks এ ক্লিক করুন ।


ছবি

Templates এ ক্লিক করে পছন্দের একটা templates বাছাই করুন ।


ছবি

এখন Background এ ক্লিক করুন ।
Background image এ ক্লিক করে পছন্দের একটা Background নিন ।


ছবি

Layout এ তিনটা অপশন আছে ।
Body layout
Footer layout
Adjust width
প্রত্যেকটা অপশন ভালো করে দেখে আপনার পছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিন।


ছবি

এবার Advanced অপশন এ ক্লিক করুন।
২ >> Page text এ অনেকগুলো অপশন আছে । এখানকার সবগুলো অপশন পরিবর্তন করা যাবে। আপনি আপনার ফছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিন।
৩ >> Font এখানে সিলেক্ট করুন পছন্দের একটা ফন্ট।
৪ >> Font size ঠিক করে নিন ।
Text color ও পরিবর্তন করতে পারেন।


ছবি
ছবি বড় করে দেখতে চাইলে ছবিতে ক্লিক করুন

১ >>> আপনি যা কিছুই পরিবর্তন করছেন তার preview এখানে দেখা যাবে। সেজন্য পরিবর্তনটা ব্লগে apply করার আগে এখানে একবার দেখে নিন।

২ >>> Expand preview এ ক্লিক করে পুরোটা ভালো করে দেখে নিন । ঠিক আছে কি না ।

৩ >>> সবকিছূ ঠিকঠাক থাকলে এবার Apply to blog এ ক্লিক করুন । ব্যস আপনার ব্লগের ডিজাইন হয়ে গেলো।


পরবর্তীতে ব্লগের আরও কয়েকটা বিষয় নিয়ে টিউট দিবো । আশা করি আপনাদের কাজে লাগবে।কোথাও কোন ভুল থাকলে ধরিয়ে দিবেন।

Facebook Twitter RSS