আপনার ফায়ার ফক্স ব্রাউজারের টাইটেল বারে যদি Mozilla Firefox নামের বদলে যদি আপনার নিজের নামের টাইটেল থাকত তবে কেমন হত?
কি বিশ্বাস হচ্ছে না? তাইলে এবার আসুন ট্রাই করে দেখি......
নিচের পদক্ষেপ গুলো অনুসরন করুন।
প্রথমে C:\Program Files\Mozilla Firefox ফোল্ডারে যান।
chrome ফোল্ডারটি ওপেন করে en-US.jar নামক ফাইলটি WinRAR, 7-Zip বা WinZip এর মাধ্যমে ওপেন করুন। (এক্ষেত্রে ফাইলটি অন্য কোথাও বা অন্য নামে রিনেম করে ব্যকআপ করে রাখুন)।
locale\branding খেকে brand.dtd নামক ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করুন। তাহলে নিচের কোডটি দেখতে পাবেন।
<!ENTITY brandShortName “Firefox”>
<!ENTITY brandFullName “Mozilla Firefox”>
<!ENTITY vendorShortName “Mozilla”>
এ কোডের পরিবর্তে নিম্নের কোড টাইপ করুন।
<!ENTITY brandShortName “Firefox”>
<!ENTITY brandFullName “Mozilla Firefox Provided by Digital Zone “>
<!ENTITY vendorShortName “Mozilla”>
এবার File মেনু থেকে Save ক্লিক করুন।
এবার নোটপ্যাডটি Close করুন ও প্রাপ্ত ডায়ালগ বক্সে Yes বাটনে ক্লিক করুন।
এবার en-US.jar নামক ফাইলটি Close করুন।
আপনার কাজ এবার শেষ । এবার ফায়ারফক্স ওপেন করুন আর দেখুন পরিবর্তনটা।
মজিলা ফায়ারফক্সের টাইটেলবারে দিন নিজের নাম
Posted by
peezon
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২ at ৪:১৭ AM
0
comments
Labels :
ইন্টারনেট
টিপস এন্ড ট্রিকস
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)