ফটোশপ লাইট ইফেক্ট(টেক্সক্ট) টিউটোরিয়াল (Photoshop Light Effect)

ফটোশপ দিয়ে চোখ ধাধানো লাইট ইফেক্ট তৈরী করা যায় এমনকি লেখাতেও,চলুন কিছু উদাহরনসহ পদ্ধতিটি দেখি-

১. ৬৪০/৪৮০ পিক্সেলের একটি নতুন ডকুমেন্ট খুলুন এবং লেয়ার প্যালেট থেকে লেয়ারটি সিলেক্ট করে তালাসদৃশ আইকনে ডাবল ক্লিক করে ওকে করুন।

1 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। |webcoachbd

২.এবার টাইপ টুল সিলেক্ট করে মেনুবারের নিচে দেখুন অনেকগুলি অপশন এসেছে এখানে ফন্ট Impact,Font Size-100pt,Align Center,Color-Black করে দিন এবং নিজের ইচ্ছেমত টেক্সট লিখুন-যেমন:

FFF ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | webcoachbd


৩. এবার যে লেয়ারে টেক্সক্ট লিখলেন সেটা সিলেক্ট করে ড্রাগ করে Create New Layer আইকনে ফেলে দিন ফলে এর একটি কপি তৈরী হয়ে যাবে।

2 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | webcoachbd
3 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। |webcoachbd











৪.এখন Filter>Blur>Gaussian Blur এ ক্লিক করলে একটা মেসেজ বক্স আসবে ওকে করুন এবং Radius 4 px করে ওকে দিন।

Gaussian Blur

৫.আবার Edit>Fill নিচের মত সেট করুন।লেয়ার প্যালেট থেকেও multiply সিলেক্ট করুন।
৬.মুল টেক্সট লেয়ারটি হাইড করে দিন।

5 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | webcoachbd
4 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। |  webcoachbd

৭.এবার Filter>Stylize>Solarize এবং কিবোর্ডে এবার Ctrl+L প্রেস করে নিচের মত করুন।

7 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | webcoachbd

এখন এ লেয়ারটির আবার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরী করুন-লেয়ারটি সিলেক্ট করে ড্রাগ করে Create New Layer আইকনে ফেলে দিন ফলে এর একটি কপি তৈরী হয়ে যাবে।

৮.এবার Filter>Distort>Polar Coordinates.. তে ক্লিক করে Polar to Rectangular রেডিও বাটন সিলেক্ট করে ওকে দিন।একটু আশ্চর্যজনক ইমেজ আসছে না?ওকে আসুক আপনি ২ নম্বর লেয়ারটি (WEBCRAFT copy) হাইড করে দিন এবংImage>Image Rotation>90CW হিট করুন।নিচের মত আসবে।

10 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | webcoachbd


যত বিদঘুটে ইমেজেই আসুকনা কেন ,বিরক্ত হবেননা কাজ কিন্তু হচ্ছে।আচ্ছা এখন কিবোর্ড থেকে Ctrl+I.তারপর Filter>Stylize>Wind তে ক্লিক করুন ও ৩ বার Crtl+F প্রেস করুন।

11 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। |  webcoachbd

মেহেরবানী করে আরেকবার Ctrl+I করে আবার ৩ বার Ctrl+F.
৯.এ ধাপে Ctrl+L প্রেস করে Auto বাটনে ক্লিক করে ওকে করুন এবং Image>Image Rotation>90 CCW তে ক্লিক করার পর Filter>Distort>Polar Coordinates সিলেক্ট করে Rectangular to Polar রেডিও বাটন সিলেক্ট করে ওকে করুন।ফলে নিচের মত পাবেন।
12 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। | webcoachbd

১০.হাইড লেয়ারগুলি ভিজিবল করুন এবং ব্লেন্ডিং অপশন থেকে Screen সিলেক্ট করুন।(৬ নম্বরে দেখুন চোখ আইকনগুলোতে ক্লিক করলেই হাইড/আনহাইড হয়),Screen সিলেক্ট করার জন্য লেয়ার প্যালেটের ড্রপডাউন মেনু ব্যবহার করুন-ঐ যে নিচের মত

13 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন। |  webcoachbd

১১.সবশেষে একটি নতুন লেয়ার তৈরী করে ব্লেন্ডিং অপশন থেকে Color সিলেক্ট করে(১০ নম্বরে যেভাবে Screen সিলেক্ট করেছেন সেভাবে), গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করে ইচ্ছেমত কালার সেট করুন।এখন ডকুমেন্টের উপর (লেখার উপর) যেকোন কোথাও মাউস কারসর (আসলে তখন কারসরটি +চিহ্ন এর রুপ ধরে) রেখে যেকোন দিকে ড্রাগ করুন আর উপভোগ করুন চোখ ধাধানো ইফেক্ট।

Untitled 1 ফটোশপ দিয়ে দৃষ্টিনন্দন লাইট ইফেক্ট(টেক্সক্ট) তৈরী করুন।  |webcoachbd

Facebook Twitter RSS