ফায়ারফক্স ক্যাম্পাস

ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বিশ্বের জনপ্রিয় ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্সের রয়েছে একটি বিশেষ সংষ্করণ-ফায়ারফক্স ক্যাম্পাস সংষ্করণমূলত স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করেই এই সংষ্করণটি ছাড়া হয়েছেগবেষনা সহায়ক টুলের পাশাপাশি এতে গান শোনার জন্যও প্রয়োজনীয় টুল আছে
Foxytunes
বেশির ভাগ ছাত্র-ছাত্রীই কম্পিউটারে কাজ করা বা ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় গান শুনতে পছন্দ করেনতাদের জন্য মোজিলা ফায়ারফক্সের ক্যাম্পাস সংষ্করনে রয়েছে foxytunesfoxytunes এর মাধ্যমে বিভিন্ন ধরনের মিডিয়া প্লেয়ার নিয়ন্ত্রনের পাশাপাশি আপনাকে গানের লিরিক, অ্যালবামের প্রচ্ছদ, ভিডিও ইত্যাদি খুঁজে পেতে সাহায্য করবেfoxytunes এর মাধ্যমে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের প্রায় চল্লিশটির বেশি মিডিয়া প্লেয়ার নিয়ন্ত্রন করা যাবে এর মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, আইটিউনস, রিয়েল প্লেয়ার, মিউজিক জুকবক্স, উইন্যাম্প, ইয়াহু মিউজিক জুকবক্স, জেট আডিও ইত্যাদি
ফায়ারফক্সের পাশাপাশি ইন্টারনেট এক্সপ্লোরারেও ফক্সিটিউনস ব্যবহার করা যাবেfoxytunes এর ডাউনলোড এবং সম্পর্কে আরোও বিস্তারিত জানতে চাইলে ক্লিক করুনঃ http://www.foxytunes.com
Zotero
ছাত্র-ছাত্রীদের অনেকেই তাদের গবেষনা সম্পর্কিত কোন তথ্য খুঁজে পেতে ইন্টারনেট ব্যবহার করেনতাই ছাত্র-ছাত্রীদের গবেষনায় সহায়তা করার জন্য ফায়ারফক্সের ক্যাম্পাস সংষ্করনে রয়েছে zoterozotero ইন্টারনেটের দুনিয়ায় ভবিষ্যত প্রজন্মের গবেষনা সহায়ক টুল হিসেবেই বেশি পরিচিত গবেষনা সহায়ক তথ্য খুঁজে পেতে এই সফটওয়্যারটি টুলটি এক কথায় অসাধারনএর মাধ্যমে খুব সহজেই আপনি ইন্টারনেট থেকে গবেষনা সম্পর্কিত বিভিন্ন তথ্য (লেখা, ওয়েব পেইজ কিংবা ছবি) খুঁজে বের করে ভবিষ্যতে ব্যবহারের জন্য তা zotero লাইব্রেরিতে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন zotero-এর নির্মাতা হচ্ছে জর্জ ম্যাসন ইউনিভার্সিটির সেন্টার ফর হিস্টোরি এন্ড নিউ মিডিয়াএটি তৈরিতে আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব মিউজিয়াম এন্ড লাইব্রেরি সার্ভিসেস সহ আরোও কয়েকটি প্রতিষ্ঠান জোটিরো ইনস্টল করতে আপনার কম্পিউটারে নূন্যতম ফায়ারফক্স সংষ্করণ থাকতে হবেএর আগের সংষ্করণগুলোতে zotero ব্যবহার করা যাবে নাজোটিরো ডাউনলোড এবং সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
http://www.zotero.org

Stumbleupon
সাধারনত আমরা আমাদের আগ্রহের বিষইয়বস্তুর উপর কোন ওয়েব সাইট খুঁজে পেতে ইন্টারনেটের বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাহায্য নেইকিন্তু অনেক সময় দেখা যায়, সার্চ ইঞ্জিনের মাধ্যমে মানসম্পন্ন ওয়েব সাইট খুঁজে পাওয়া সম্ভব হয় নাতাই ফায়ারফক্স ক্যাম্পাস সংষ্করণে রয়েছে দরকারী ওয়েব সাইট খুঁজে পেতে একটি অসাধারন টুলএই টুলটির নাম stumbleuponএই টুলটির মাধ্যমে খুব সহজেই আপনি আবিষ্কার করতে পারবেন আপনার আগ্রহের বিষয়বস্তুর উপর অসাধারন সব ওয়েবসাইটstumbleupon অনেকটা কমিউনিটির মতোতাই বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে তাদের শেয়ার করতে পারবেন আপনার আবিষ্কৃত ওয়েব সাইটের খবর আপনার কোন ওয়েব সাইট পছন্দ হলে stumbleupon এর মাধ্যমে আপনি সাইটটি ভিজিটের জন্য পরামর্শ দিতে পারবেনএতে অন্য কেউ এই ওয়েব সাইটের খবর জানতে পারবেনকোন সাইট ভালো না লাগলে আপনি সেই সাইট ভিজিট না করার জন্য অন্যদেরকে উৎসাহিত করতে পারবেন stumbleupon আপনি মোজিলা ফায়ারফক্সের পাশাপাশি ইন্টারনেট এক্সপ্লোরারেও ব্যবহার করতে পারবেনstumbleupon ব্যবহার করতে চাইলে ডাউনলোড করে নিতে পারেনstumbleupon ডাউনলোড এবং সম্পর্কে আরোও বিস্তারিত জানতে চাইলে ক্লিক করুনঃ http://www.stumbleupon.com/
যাদের কম্পিউটারে মোজিলা ফায়ারফক্স ইনস্টল করা আছে তারা শুধু অ্যাড-অনগুলো ডাউনলোড করে ইনস্টল করে নিলেই ক্যাম্পাস সংষ্করণের যাবতীয় সুবিধা ভোগ করতে পারবেনআর যাদের কম্পিউটারে মোজিলা ফায়ারফক্স ইনস্টল করা নেই তারা ফায়ারফক্সের পূর্ণাঙ্গ ক্যাম্পাস সংষ্করণ ডাউনলোড করে নিতে পারেন
ওয়েব সাইটঃ
http://en-us.www.mozilla.com/en-US/add-ons/campus

Facebook Twitter RSS