ফটোসপ দিয়ে শরীরে ট্যাটু লাগান ইচ্ছেমত
Posted by
peezon
শনিবার, ৩ মার্চ, ২০১২ at ৬:৪৯ AM
0
comments
নিচের
ছবিগুলো ভাল করে দেখুন। শরীরে ট্যাটু লাগানো। অনেকেই এই ট্যাটুগুলো লাগান
শরীরে। কি জন্য জানি না। আপনার শরীরে ট্যাটুর দরকার হলে। কিছুই লাগবে না।
এই পোষ্টটি পড়ার পর সহজেই শরীরে ট্যাটু সংযোজন করতে পারবেন। হ্যা মশাই আমি
ফটোসপের কথাই বলছি। ফটোসপ দিয়ে আপনি সহজেই শরীরে ট্যাটু সংযোজন করতে পারেন।






প্রথমে আপনার একটি খালি গায়ে ছবি তুলুন। তারপর সেটিকে কম্পিউটারে নিয়ে ফটোসপে ওপেন করুন। তারপর এখান থেকে ট্যাটুর ব্রাশটি ডাউনলোড করে আপনার ছবিতে ইচ্ছেমত ট্যাটু বসান।
আরও কিছু ট্যাটু ব্রাশ পাবেন এখানে এবং এখানে
ছবি

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)