ডেস্কটপ, মাই ডকুমেন্টস অন্যত্র স্থানান্তর
Posted by
peezon
শনিবার, ১৭ মার্চ, ২০১২ at ৭:৩৬ AM
0
comments
Labels :
কম্পিউটার টিপস
টিপস এন্ড ট্রিকস
অনেক সময় উইন্ডোজ নতুন করে ইনষ্টল করার সময় ডেস্কটপ এবং মাই ডকুমেন্টে রাখা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ সরিয়ে রাখার কথা খেয়াল থাকে না। ফলে মুছে যায় গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট। তখন মাথার চুল ছেঁড়া ছাড়া আর কোন উপায় থাকে না। এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার সব চেয়ে ভালো উপায় হচ্ছে ডেস্কটপ, মাই ডকুমেন্টস অন্যত্র স্থানান্তর। তবে উইন্ডোজে মাই ডকুমেন্ট সরানো সহজ হলেও ডেস্কটপ সরানো সম্ভব নয়। এই অসম্ভবকে সম্ভব করতে ব্যবহার করতে পারেন TweakUi নামের সফটওয়্যার দিয়ে। মাত্র ১৪৭ কিলোবাইটের এই সফটওয়্যারটি খোদ মাইক্রোসফটের তৈরি। বিনামুল্যে ডাউনলোড করে নিতে পারেন মাইক্রোসফটের সাইট থেকে। সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এবার দেখা যাক কিভাবে TweakUi Powertoy দিয়ে স্থানান্তর করবেন আপনার ডেস্কটপ এবং মাই ডকুমেন্ট।প্রথমে আপনার কম্পিউটারে TweakUi সফটওয়্যারটি ইনষ্টল করে নিন। এবার start >All programs > PowerToys for Windows XP অনুসরন করে TweakUi প্রোগ্রামটি চালু করুন।এবার My Computer > Special Folders এ যান। এবার উইন্ডোজের বিশেষ ফোন্ডারসমূহের একটি লিস্ট দেখতে পাবেন। যে ফাইলটি স্থানান্তর করতে চান তা সিলেক্ট করে Change Location বাটনে ক্লিক করে যে ড্রাইভে সরিয়ে ফেলতে চান তা সিলেক্ট করে Apply বাটনে ক্লিক করুন। তাহলেই কাজ শেষ…এখন থেকে আর জরুরী ফাইল মুছে যাবার ভয় নেই…নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন। কারন, এখন থেকে আপনার কাঙ্খিত ফাইলগুলো সেভ হবে নতুন লোকেশনে।
এবার দেখা যাক কিভাবে TweakUi Powertoy দিয়ে স্থানান্তর করবেন আপনার ডেস্কটপ এবং মাই ডকুমেন্ট।প্রথমে আপনার কম্পিউটারে TweakUi সফটওয়্যারটি ইনষ্টল করে নিন। এবার start >All programs > PowerToys for Windows XP অনুসরন করে TweakUi প্রোগ্রামটি চালু করুন।এবার My Computer > Special Folders এ যান। এবার উইন্ডোজের বিশেষ ফোন্ডারসমূহের একটি লিস্ট দেখতে পাবেন। যে ফাইলটি স্থানান্তর করতে চান তা সিলেক্ট করে Change Location বাটনে ক্লিক করে যে ড্রাইভে সরিয়ে ফেলতে চান তা সিলেক্ট করে Apply বাটনে ক্লিক করুন। তাহলেই কাজ শেষ…এখন থেকে আর জরুরী ফাইল মুছে যাবার ভয় নেই…নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন। কারন, এখন থেকে আপনার কাঙ্খিত ফাইলগুলো সেভ হবে নতুন লোকেশনে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)