ফটোশপে তৈরী করুন ফটো গ্যালারী

ফটোশপ সফ্টওয়ারটা তৈরী হয়েছে ফটোর জন্যে। আর এতেই গ্যালারি বানানোর কোনো উপায় নেই এমন হতে পারে?
তাই ফটোশপ দিয়ে কি করে ওয়েব ফটো গ্যালারি বানানো যায় তাই আজ বলবো।
(অবস্যই ধাপে ধাপে। কারন আমার সব টিউটোরিয়ালই ধাপযুক্ত লক্ষ্য করবেন ;?hf )
ক. ফটোশপ ওপেন করুন। (বলাই বাহুল্য)
খ. ক্লিক করুনঃ File>Automate>Web Photo Gallery।
গ. http://www.img4tw.com/i/01e63b57.jpeghttp://www.img4tw.com/i/01e63b57.jpeg

১- ফটো গ্যালারির স্টাইল সিলেক্ট।
২- সোর্স সিলেক্ট করন। (ফোল্ডার দেয়াই থাকবে)
৩- সোর্স দেখিয়ে দেয়া। ছবি সমৃদ্ধ ফোল্ডারটি দেখিয়ে দিন।
৪- প্রিভিউ জানালা। এখানে দেখবেন গ্যালারিটি কেমন।
৫- গন্তব্য। যেখানে সেভ হবে সেটা দেখিয়ে দিন।
৬- অপশনে দিতে হয় কোন ধরনের ফাইল হিসেবে এটা সেভ হবে। (জেনেরাল থাকাই শ্রেয়)
৭- htm নাকি html মোডে সেভ হবে সেটা নির্বাচন।
ঘ. তারপর কটকট করে দেখবেন ছবিগুলো আসবে আর যাবে। শেষ হওয়া পর্যন্ড অপেক্ষা করুন। তারপর সেখানে সেভ করেছেনে সেখানে গিয়ে দেখুন কি সুন্দর ওয়েব ফটো গ্যালারি তৈরী হয়েছে।
http://www.img4tw.com/i/438452fc.jpeghttp://www.img4tw.com/438452fc.jpeg

Facebook Twitter RSS