facebook এ photo album তৈরি করুন আপনার মোবাইল দিয়ে

আমরা সবাই জানি যে facebook এ মোবাইল দিয়ে photo album তৈরি করা যায় না। pc লাগে। কিন্তু আমি আজ আপনাকে বলবো কিভাবে খুব সহজে আপনি fb তে আপনার ছবির album তৈরি করতে পারবেন তাও আবার মোবাইল দিয়ে।
চলুন তবে শুরু করি

1
০১
2
০২
3
০৩

১. প্রথমে এই ওয়েব সাইটে টি তে যান।

২. site টি তে গেলে তা autometically আপনার fb account detect করবে। অথবা আপনাকে log in করতে বলবে। (এই site নিয়ে আপনার চিন্তার কিছু নাই। এটা পুরাই fb app)
৩. এখানে আপনাকে প্রথমে আপনার basic information এর জন্য এবং আরো অনেক কিছু তে permission চাবে। আপনি সব গুলোতে accept এবং proceed করবেন।
৪. সব কিছু করা হলে আপনার একটি profile আসবে। সেখান থেকে manage album এ click করুন। click করলে দেখবেন যে আপনার fb তে যে photo album গুলা আগে থেকেই আছে ওগুলা দেখাচ্ছে।
০৬
                                                  
০৭
                                                 
৫. এখন create এ click করুন। তারপর আপনার পছন্দ মতো album name এবং album caption দিন।
০৮
৬. Album তৈরি হলে এখন media upload এ click করুন। আপনি photo এবং video upload করতে পারবেন।
০৯
৭. এখন নিচের চিত্রের মতো page আসবে। ওয়খান থেকে আপনার তৈরিক্রিত বা পছন্দের album টি select করে আপনার photo upload করুন।
১০
site টির আরো কিছু সুবিধা হলো…
১. facebook এর notification দেখতে পারবেন।
২. Friend list এবং আরো অনেক কিছু দেখতে পারবেন।
৩. fb তে status post করতে পারবেন।
বুঝতে না পাড়লে comment করুন।
ধন্যবাদ।

Facebook Twitter RSS