হাতের লেখা দিয়ে ফন্ট বানাতে চান?
Posted by
peezon
মঙ্গলবার, ১ মে, ২০১২ at ৮:৪৭ AM
0
comments
Labels :
ই-বুক
টিপস এন্ড ট্রিকস

অনেকের হাতে লেখা এত সুন্দর যেন কম্পিউটারের ফন্ট কে ও হার মানায়। আপনার হাতের লেখা ও কি সেইরকম? আপনি কি আপনার হাতের লেখার মত করে ফন্ট বানাতে চান? চিন্তা করে দেখুন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টাইপ করছেন টাইপগুলো এমনভাবে দেখাচ্ছে যেন আপনি হাতেই লিখেছেন! খুব মজার না? হ্যাঁ, একটা ওয়েবসাইটের কথা বলব যেখানে গিয়ে আপনি খুব সহজেই আপনার হাতের লেখা দিয়ে ফন্ট বানাতে পারবেন।
সাইটটি হল
http://www.yourfonts.com/
এই সাইটে গিয়ে একটা ফন্ট টেমপ্লেট ডাউনলোড করে প্রিন্ট করুন। প্রত্যেকটা ঘরে আপনি আপনার মত করে লিখুন। এবার স্ক্যান করে আপলোড করুন। প্রিভিউ দেখুন ফন্ট দেখতে কি রকম হবে। এবার এপ্রুভ করে ডাউনলোড করে নিন। এই ফন্টটি উইন্ডোজে ইনস্টল করলেই ব্যবহার করতে পারবেন আপনার হাতের লেখার মত ফন্ট। তবে সাইটটি এখনো শুধুমাত্র ইংরজেজী লেখা সাপোর্ট করে তাই বাংলা ফন্ট করতে পারবেন না। একটু দমে গেলেন?? আচ্ছা ঠিক আছে, আরেকটা বুদ্ধি দিই। আপনি যদি ফটোশপের কাজ জানেন তাহলে টেমপ্লেটটি প্রিন্ট না করে ফটোশপে ওপেন করুন এবার প্রত্যেকটা অক্ষরের বক্সে একটা করে ছবি দিয়ে সেভ করুন এবার আগের নিয়মে আপলোড করে ফন্ট ডাউনলোড করে নিন। দেখবেন টাইপ করলে একেকটা অক্ষরের জন্য একেকটা ছবি টাইপ হচ্ছে। ব্যাপারটা অনেকটা উইন্ডোজের Wingdings ফন্টগুলোর মতl
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)