পাসওয়ার্ড ছাড়া ইমেল ঠিকানা!
Posted by
peezon
মঙ্গলবার, ১ মে, ২০১২ at ৮:৪২ AM
0
comments
Labels :
ইন্টারনেট
টিপস এন্ড ট্রিকস
প্রিয় বন্ধুরা,
আমাদের অনেক সময় বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করার দরকার পরে। তখন অনেকেই হয়ত বাধ্য হয়ে সেখানে নিজের প্রয়োজনীয় Gmail/Yahoo/Hotmail ঠিকানাটি শেয়ার করেন। কিন্তু দেখা যায়। পরে সে সাইট থেকে গন্ডায় গন্ডায় SPAM ইমেল আসছে যা খুবই বিরক্তিকর। আপনাদের এই সমস্যা সমাধানের জন্যই আমার আজকের এই থ্রেড।
প্রথমেই সাইট দুটির ঠিকানা দিয়ে দিচ্ছি:-
http://mailinator.com/
এবং
http://www.yopmail.com/en/
আমি সবসময় এ সাইট দুটি ব্যবহার করি। কারণ,
এছাড়া ইনবক্সের ইমেলটি ৮/১০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে।
এবার একটু ব্যবহারে নিয়ম জেনে নিন:
মনে করুন, আপনি
অথবা,
এর ইনবক্স চেক করতে চাচ্ছেন তাহলে-
অথবা,
এ গেলেই আপনার ইমেল ইনবক্স পেয়ে যাবেন।
আমাদের অনেক সময় বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করার দরকার পরে। তখন অনেকেই হয়ত বাধ্য হয়ে সেখানে নিজের প্রয়োজনীয় Gmail/Yahoo/Hotmail ঠিকানাটি শেয়ার করেন। কিন্তু দেখা যায়। পরে সে সাইট থেকে গন্ডায় গন্ডায় SPAM ইমেল আসছে যা খুবই বিরক্তিকর। আপনাদের এই সমস্যা সমাধানের জন্যই আমার আজকের এই থ্রেড।
প্রথমেই সাইট দুটির ঠিকানা দিয়ে দিচ্ছি:-
http://mailinator.com/
এবং
http://www.yopmail.com/en/
আমি সবসময় এ সাইট দুটি ব্যবহার করি। কারণ,
- কোন প্রকার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। (শুধু সরাসরি লগইন করবেন)
- লগইন করার জন্য কোন পাসওয়ার্ড লাগবেনা!
- যেকোন পছন্দনীয় Username ব্যবহার করা যাবে। (সেটি ব্যবহৃত হোক বা না হোক)!
- সরাসরি ইনবক্সে প্রবেশ।
- সকল প্রকার ভাইরাস থেকে মুক্ত। (এটাচমেন্ট সাপোর্ট করে না)
এছাড়া ইনবক্সের ইমেলটি ৮/১০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে।
এবার একটু ব্যবহারে নিয়ম জেনে নিন:
মনে করুন, আপনি
Code:
yourname@mailinator.com
Code:
yourname@yopmail.com
Code:
http://yourname.mailinator.com
Code:
http://yourname.yopmail.com
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)