আবারও ভালোবাসার অপেক্ষায় ......।।



এই আমার বউ, শুভ সকাল। হইসে তো আর কত ঘুমাবা ? ওঠো না এইবার। কিরে জান, আজ কি খুব বেশি টায়ার্ড ছিলে যে আমাকে গুড নাইট না বলে আদর না দিয়ে ঘুমিয়ে পড়লে ? সেই কখন থেকে অপেক্ষা করতেছিলাম যে কখন তুমি আমাকে গুড নাইট বলবে, আদর দিবে কই কিছুই তো করলে না। তুমি আমার পচা ১টা বউ। তারপরও আমি আমার এই পচা বউটাকে অনেক ভালোবাসি।

জানো পাখি, আজ সারাটা দিন আমার না ১টা কথা খুব মনে পড়ছে। কি জানো সেটা ? লাস্ট টাইম যখন তুমি বাড়ি ছিলে তখন থেকেই তোমার সাথে আমার পরিচয় হইছে। আমাকে পছন্দ করা শুরু করলে, আমাকে অফার করলে, তারপর আমি তোমাকে ১টা মেসেজ দেয়ার পর সে কি কান্না তোমার। তখন না পারতেছিলাম তোমাকে মানা করতে না পারতেছিলাম হা বলতে। তারপর যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তুমি এখন আমার হইস, একদম আমার বউ হয়ে।

এই কথাগুলো বলার কারন কি জানো পাখি ? ঠিক সেই রকম অনুভুতি টা আজ আমার হচ্ছে। আজ সারাদিন আমি ফ্রি ছিলাম, সারাটা দিন বাসায় ছিলাম, তোমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে মনে খুব আনন্দ নিয়ে ছিলাম এমনটা মনে করে যে, যখন আমি জব এ বিজি থাকব তখন তুমি আর একা থেকে বোরড হবে না। আমার জন্য মন খারাপ হবে না, ফামিল্যর সবার সাথে থাকলে সময়টা কিভাবে যে কেটে যাবে সেটা টেরও পাবে না। কিন্তু মনের সব আনন্দ যে সব সময় সঠিক হয় না জান। কেন জানো সেটা ?

আজ আমি সত্যিই অনুভব করতে পারতেছি কতোটা একা লাগছে আমার কাছে তোমার সঙ্গ ছাড়া। ইচ্ছে করলেও ফোন করতে পারছিনা, দেখতে পারছিনা, জগরা করতে পারছি না, ৩০ মিনিটে কম করে হলেও ১০ বার ফোন করতে পারছিনা, গায়ে পড়ে জগরা করতে পারছিনা এই বলে যে, এই এত রাতে তোমার ফোন ওয়েটিং কেন ? জানো পাখি, তোমাকে ক্ষেপাতে অনেক ভালো লাগে কিন্তু যখন তুমি আমার এইসব ফানগুলো না বুঝে কান্না করে দাও তখন খুব বেশিই কষ্ট লাগে যতটা না ফান করেছি।

বাসায় গেলে মাত্র ১ সপ্তাহের জন্য, আজ ১টা রাতও পার হয়নি এখনও অথচ কতটা মিস করছি তোমাকে সেটা বলে বুঝাতে পারবো না। বাকি ৬ টা রাত আমার কি করে কাটবে বল ??? সত্যিই ভালো লাগার মুহূর্তগুলো যখন ভালোবাসার মানুষের সাথে কিছুক্ষনের জন্য আড়াল হয়ে যায়, মন বলতে যেই বস্তুটা আছে সেটাও সাথে সাথে অচল হয়ে যায়।

তুমি হাসার পর গালে টোল পরাটা আজ খুব বেশি দেখতে ইচ্ছে হচ্ছে পাখি। সেটা দেখার পর আরও বলতে ইচ্ছে হচ্ছে, ইসসস... আমার বউয়ের গাবলুস গাল ২টা ধরে একটু টান দিতে পারতাম ? আর তখন তুমি বলতে, তুমি আমার চুল টেনে দিবে যদি তোমার গালে হাত দেই। কারন তুমি জানো যে, চুলে হাত দেয়াটা আমার জন্য কতোটা বিরক্তিকর। থাক বাবা, তোমারও আমার চুলে হাত দিতে হবে না আর আমিও গাবলুস গাল ২টা ধরে টান দিমু না।

জানি বউ, তুমি এখন অঘোরে ঘুমাচ্ছ। হয়ত ঘুম থেকে ওঠে দেখবে সকাল হয়ে গেছে (সব সময়ই সেটা হয়)। আমাকে ফোন না দিতে পারলেও ফেসবুক এ তো ডেফিনেটলি মেসেজ দিবে সেটা আমি জানি। হয়ত তখন আমি ঘুমিয়ে পরবো কিন্তু যখন আমার ঘুম ভাঙবে, হোক মাঝ রাতে হোক সকালে, সব সময়ের মতো ঘুম চোখে ১টা চোখ একটু খুলে মেসেজটা পড়ে আবার ঘুমিয়ে পরবো। রিপ্লাই দেয়ার কথা মনে না থাকলে রাগ করতে পারবে না কইলাম আগেই বলে দিছি।

যখন তুমি মেসেজটা পড়বে আমি জানি তোমার একটু মন খারাপ হবে, হয়ত চোখ দিয়ে ২-১ ফোঁটা পানি পড়বে (যদি ইমোশনাল হও আর কি গ্যারান্টি নাই) আর মনে মনে বলবে, জোর করে বাসায় পাঠাইছো এখন বুঝো কেমন লাগে। জানি পাখি, আমি জিজ্ঞাসা করলে বলবে, ইসসস আমার চোখের পানি এত সস্থা না, যেই কারো জন্য সেটা নষ্ট করবো, ফুটানি ...।। কি জান, ঠিক বলছি না আমি ??? হি হি হি ......।।

সত্যি বলতে কি জানো পাখি, ভালোবাসাটা এমনই। প্রকাশ করতে একটু দ্বিধা থাকে কিন্তু চোখের পানি নিজের অজান্তেই পরে, হোক সেটা কষ্টের হোক সেটা আনন্দের। অনেক বেশি ভালোবাসি তোমায় পাখি।

Facebook Twitter RSS