প্লাস্টিকের বোতল ব্যবহার করে বাড়ি !!!
Posted by
peezon
শনিবার, ৭ এপ্রিল, ২০১২ at ১১:১৫ PM
0
comments
Labels :
বিচিত্র চিত্র ও তথ্য
বাংলাদেশে আমরা যখন
যত্রতত্র ফেলা প্লাস্টিকের বোতল নিয়ে উদ্বিগ্ন, তখন নাইজেরিয়ার ইয়েলওয়া
গ্রামে প্লাস্টিকের বোতল আশার দীপ জ্বালছে!
ঘরের দেয়াল হিসেবে প্লাস্টিকের বোতল ব্যবহার করছে সেখানকার অধিবাসীরা। ২০টি ঘর দাঁড়িয়ে গেছে এরই মধ্যে। খালি বোতলের ভেতর শুকনো মাটি পুরে একের পর এক সাজিয়ে দেয়াল গড়ছে ইয়েলওয়াবাসীরা।
এর প্রচলন শুরু হয়েছিল মূলত বছর নয় আগে; ভারত, দক্ষিণ ও মধ্য আমেরিকায়। সস্তা ও পরিবেশবান্ধব হওয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠছে বোতলের দেয়াল। তিনটি কক্ষ দাঁড় করাতে দরকার হয় সাত হাজার ৮০০টি বোতল।
ঘরের দেয়াল হিসেবে প্লাস্টিকের বোতল ব্যবহার করছে সেখানকার অধিবাসীরা। ২০টি ঘর দাঁড়িয়ে গেছে এরই মধ্যে। খালি বোতলের ভেতর শুকনো মাটি পুরে একের পর এক সাজিয়ে দেয়াল গড়ছে ইয়েলওয়াবাসীরা।
এর প্রচলন শুরু হয়েছিল মূলত বছর নয় আগে; ভারত, দক্ষিণ ও মধ্য আমেরিকায়। সস্তা ও পরিবেশবান্ধব হওয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠছে বোতলের দেয়াল। তিনটি কক্ষ দাঁড় করাতে দরকার হয় সাত হাজার ৮০০টি বোতল।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)