বিশ্বের সবচেয়ে বড় থার্মোমিটার

ক্যালিফোর্নিয়া'র বেকার কাউন্টিতে অবস্থিত রাস্তার পাশের অন্যতম দৃষ্টি-নন্দনীয় আকর্ষণ হলো এই বিগ জায়ান্ট থার্মোমিটার রেপ্লিকা। ১৩৪ ফুট লম্বা এই থার্মোমিটার শুধু মাত্র ক্যালিফোর্নিয়ারই নয় পুরো যুক্তরাষ্ট্রের অন্যতম সর্বাধিক গরম জায়গা ড্যথ ভ্যলীতে (যেখানে ১৯১৩ সালের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিলো ১৩৪ ডিগ্রী) ঢুকার পথে অবস্থিত।


Facebook Twitter RSS