বৈচিত্রে ভরপুর মাউন্ট ওগলা ন্যাশনাল পার্ক

আমরা অনেকেই জানি যে প্রাণিজগতে গিরগিটি রং বদলাতে পারে যখন খুশি তখন, রং নিয়ে তামাশা করতে পারে সাগর জলের স্কুইডও।যদি বলা যায় যে স্বয়ং পাহাড়ও রং বদলায় এ কথা শুনে অনেকেই আঁতকে উঠতে পারেন।বিশ্ময়ের সীমারেখা কোথায় যেতে পারে! ‘রাইয়ারস রক’ নামের এই পাহাড়টির রয়েছে অদ্ভুত রং বদলানো বৈশিষ্ঠ্য। এর অবস্হান অস্ট্রেলিয়ায়। বৈচিত্র বৈশিষ্ঠের জন্য অনেকেই একে ম্যাজিক পাহাড়ও বলে থাকেন। দেখতে ডিমের মত আকৃতির এ পাহাড়টির উচ্চতা ৩৪৮ মিটার, দৈর্ঘ ৭ কিলোমিটার এবং প্রস্হ ২.৪ কিলোমিটার। পাহাড়টির স্বাভাবিক রং লাল তবে সুর্যোদয় ও সুর্যাস্তের সময় ঘটে অদ্ভুত যত ঘটনা।সকালে সুর্যের আলোর বিচ্ছুরন পাহাড়ের উপর পড়লেই মনে হয় যেন আগুন ধরেছে এর গায়ে। বেগুনী ও গাঢ় লাল রংয়ের শিখা বের হয়ে আসে পাহাড় থেকে। কেবল সুর্যোদয় কিংবা সুর্যাস্ত নয় সারাদিন জুড়ে চলে রঙ বদলের খেলা।

প্রথমে হলুদ থেকে কমলা. পরে লাল ও মাঝে মাঝে বেগুনী কখনওবা গুমোট কালো। অসম্ভব রহস্যের আনাগোনা পাহাড়টি জুড়ে। রং রহস্যের রাইয়ারস রক এর মাধুর্য মুগ্ধ করে যেকোন মানুষকেই।অদ্ভুদ এ পাহাড়টির সম্পূর্নই একটি প্রস্তর খন্ড। এর গঠনটাই অদ্ভুদ সুর্যরশ্মির আপতন কোণের পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে এর রঙ পরিবর্তন হয়।

সুর্যোদয় কিংবা সুর্যাস্তের সময় সুর্যরশ্মিতে লাল ও কমলা রঙের আধিক্য থাকে। ফলে এ সময় পাহাড়টিকে লাল কিংবা কমলা মনে হয়। দুপুরের দিকে সুর্যরশ্মিতে অন্যান্য রঙের প্রাধান্য থাকে তাই ক্ষনে ক্ষনে পাহাড় রঙ বদলায়। অস্ট্রেলিয়ান সরকার পাহাড়তি পর্যটকদের অবলোকনের সুবিদার্থে এর কাছাকাছি গড়ে তুলেছে ৪৮৭ বর্গমাইল এলাকা জুড়ে গড়ে তুলেছে মাউন্ট ওগলা ন্যাশনাল পার্ক।


Facebook Twitter RSS