দীর্ঘতম প্রাইভেট কার
Posted by
peezon
শনিবার, ৭ এপ্রিল, ২০১২ at ১১:৩০ PM
0
comments
Labels :
বিচিত্র চিত্র ও তথ্য
মজার তথ্য!
একটা প্রাইভেট কার লম্বায় আর কতোই বা বড় হতে পারে? বড়জোড় একটা মাইক্রোবাসের সমান! নাকি? কিন্তু আপনার চোখ কপালে উঠতেই পারে এটা শুনে যে বিলাসবহুল প্রাইভেট কার, লিমুজিন এক্ষেত্রে প্রায় অসম্ভব একটা রেকর্ডই করে বসে আছে। ক্যালিফোর্ণিয়ার যে ওহরবার্গ তার ব্যক্তিগত লিমুজিনটিকে লম্বায় ১০০ ফুট বানিয়ে ফেলেছেন। এতে চাকা আছে ২৬টি। বাঁক নেবার সুবিধার্থে গাড়ির মাঝ বরাবর বাঁকবার ব্যবস্থা আছে। রয়েছে সামনে কিংবা পেছনে দুইদিকের ড্রাইভার কম্পার্টমেন্ট। নইলে এতো বড়ো গাড়ী কোথায় মোড় ঘুরবে আপনিই বলুন!
একটা প্রাইভেট কার লম্বায় আর কতোই বা বড় হতে পারে? বড়জোড় একটা মাইক্রোবাসের সমান! নাকি? কিন্তু আপনার চোখ কপালে উঠতেই পারে এটা শুনে যে বিলাসবহুল প্রাইভেট কার, লিমুজিন এক্ষেত্রে প্রায় অসম্ভব একটা রেকর্ডই করে বসে আছে। ক্যালিফোর্ণিয়ার যে ওহরবার্গ তার ব্যক্তিগত লিমুজিনটিকে লম্বায় ১০০ ফুট বানিয়ে ফেলেছেন। এতে চাকা আছে ২৬টি। বাঁক নেবার সুবিধার্থে গাড়ির মাঝ বরাবর বাঁকবার ব্যবস্থা আছে। রয়েছে সামনে কিংবা পেছনে দুইদিকের ড্রাইভার কম্পার্টমেন্ট। নইলে এতো বড়ো গাড়ী কোথায় মোড় ঘুরবে আপনিই বলুন!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)