নোকিয়া s40 সিরিজের থিম, নিজেই তৈরী করুন
Posted by
peezon
রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২ at ৪:১৮ AM
0
comments
Labels :
মোবাইল টিপস
"আইফেনের থিম খুজছেন? কেন বানিয়ে ফেলছেন না? নিজেই বানান আইফেনের থিম!!!" টিউনটি দেখে আমি এই টিউনটি করছি। আমরা অনেকেই মোবাইলকে নিজের মত করে সাজাতে পছন্দ করি। Nokia series 40 Theme Studio দিয়ে খুব সহজে প্রফেসনাল লেভেলের থিম বানাতে পারি। এই সফটওয়্যারের মাধ্যমে একদম মনের মত করে থিম তৈরী করা যায়। এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি সাথে সাথে একদম মোবাইলের মত করে প্রীভিউ দেখে নিতে পারবেন। এতে আরও এমন সব অপশন পাবেন যা বলে শেষ করা সম্ভব নয়। তাই ভাল হবে আপনি নিজে ডাউনলোড করে দেখে নিন। আর হ্যাঁ এতে মেনু আইকন চেঞ্জ করা যায়। আসা করি আপনাদের ভাল লাগবে। এটি ১৪ দিনের ডেমো হিসাবে আসবে। আপনি চাইলে বিনামূল্যে রেজিস্ট্রেষন করতে পারেন এতে আপনি সিরিয়াল কী পেয়ে জাবেন। রেজিস্ট্রেষনের জন্য অপশন প্রোগ্রামটিতে দেয়া থাকবে। আর রেজিষ্ট্রেশ্রনের ঝামেলা করতে না চাইলে এখানে ক্লিক করে আমার আগের টিউনটি পড়ুন।

থিম স্টুডিও ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।

থিম স্টুডিও ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)