জোকস ১৩৪। Common কিছু ফালতু স্ট্যাটাস নিয়া বিশ্লেষণ....

আর মনে মনে অনেকে বলে একটা লিখে আর একটা।
১.মন ভালো নেই ...
মনে মনেঃ মন ভালো নেই তো এখানে ডং মারাইতে আইস কেন এখানে লিকলে কি মন ভাল হয়া যাইব নাটকবাজ জত সব...
লিখেঃআহারে কেন কি হয়সে, কোন সমস্যা, আমাকে বলা যায়...???
২.কাল পরীক্ষা কিছু পড়ি নাই :/
মনে মনেঃ কিছু না পড়লে ফেসবুকে স্ট্যাটাস মাইরাতে আইস কেন ।
লিখেঃ আরে তোমার পরা লাগে নাকি তুমি তো গ্রেট না পড়লে ও চলবো।
৩.খুব লোডশেডিং হচ্ছে :|
মনে মনেঃ মোবাইল দিয়া হইলেও এটা সবাইকে জানানো কি খুব দরকার? তোর কি মনে হয় যাদের জানাইলী তারা তোর বাসায় জেনারেটর এর ব্যাবস্থা করে দিবে? না মোবাইল'এ কারেন্ট পাঠাইয়া দিবো।
লিখাঃ আর বইলোনা সব খানে এক দসা। সরকার যে কি করতাসে কিছু এ বুজিনা।
৪.মোবাইল এ এক টাকাও নাই......কি যে করি...? Miss u Jaan.
এই স্ট্যাটাস দেওয়ার ২টা কারণ হইতে পারে।
একঃ বুঝাইলো তারও GF/BF আসে।
দুইঃ ফ্রেন্ড লিস্ট এর কারো যদি দয়া হয়, আর চামে যদি মোবাইল এ ফ্লেক্সি পাইয়া যায় ।
মনে মনেঃ
BF নিলজ্জ ফেসবুক এ আবার স্ট্যাটাস.
GF আমার সাতে তো কথা বলে নাই তাইলে টাকা গেল কই।
বন্দুরা(ফকিরনী বা ফইড়া) তোর মোবাইল এ জীবনে ও টাকা থাকব না, একটা কল ও দিমু না টাকার ছিন্তা তো করিস এ না।
লিখাঃ
BFOFFLINE….:P
GF OFFLINE….:P
বন্দুরাউফফ সারা দিন কত কথা বলেরে ।। ওই তোর মোবাইল টাকা দিয়া দিমু নাকি, ওহো আমি যেখানে আসি ওখানে তো ফ্লেক্সি এ নাই।
৫. ঘুম আসে না কেন আমার :-|
মনে মনেঃ-এখন আমাদের কি করতে হবে? আন্নেরে ঘুম পাড়ানি গান হুনাইতে হবে....? মাইনসে ঘুমানের টাইম পাইনা, হে আইসে আজাইরা থাকলে যা হয় আর কি...
লিখাঃ কোন কিছু নিয়া কি টেঁনস আস নাকি, নাকি শরীল খারাপ কি হয়সে, কল দিব...? পিঃ
৬.কি স্ট্যাটাস দিবো? :|
মনে মনেঃ- দিয়াই তহ দিলি!! আর বুঝাইয়া দিলি তোর স্ট্যাটাস কি!! মানে বুঝাইতে চাইলাম নিজে থেকে কিছু লিখার মত যোগ্যতাও তোর নাই ।
লিখাঃ কি আর লিখবা তুমি কিছু লিখলে এ তো LIKE আরCOMMENTS
এর ডুম পরবে।

Facebook Twitter RSS