জোকস ১৩৫। ক্রিকেট লাইফ ও বিয়ের লাইফ
Posted by
peezon
সোমবার, ২৩ জানুয়ারী, ২০১২ at ৯:০৯ PM
0
comments
Labels :
জোকস সমূহ
ক্রিকেট লাইফ এর মত যদি আশরাফুলের বিয়ের লাইফ হয় তবে কেমন হবে :
:
১.অভিষেক রাতেই একটা অসাধারন সেন্চুরি । বউ দারুন খুশি , ওই একম্যাচের কথা মনে করে বউ কাটিয়ে দিবে ১বছর ।
:
২.বউয়ের কাছে সমালোচনার ঝড় উঠবে , বউয়ের বাপ আসবে , আশরাফুল শচীনের কাছ থেকে টিপস নেয়ার মত করে শাহরিয়ার নাফিসের কাছ থেকে টিপস নিয়ে আবার বউয়ের পিচে ১৫৮ রানের আর একটা ইনিংস খেলবে ।বউ তো মহাখুশি ।
... :
৩.ঐটা দিয়ে আশরাফুল আরো এক বছর কাটিয়ে দিবে , বউ তার টেস্ট স্টাটাস কেড়ে নিতে চাইবে ,দু চার দিন দল থেকে মানে বিছানা থেকে আলাদা করে রাখবে , আশরাফুল কাকুলির নেট প্রাকটিসে ১২২ ও ২৬৫ রানের দুটো ইনিংস খেলে বিছানায় ফিরে ১০১ ডাবনে ১০০রানের একটা ইনিংস খেলে বউয়ের বেডের ইতিহাসে নাম লেখাবে । ঐ দিন অবশ্য আফতাব তাকে একটু সাহায্য করবে ।
:
৪.সখের বশে ফর্মের ধারাবাহিকতা রাখতে ১২৯ ও ১৩৫ রানের দুটো ইনিংস খেলবে ।
:
৫.আশরাফুল সবচেয়ে বেশি বিখ্যাত হয়ে যাবে তার বউয়ের কাছে স্কুপ শর্ট খেলে , যা আফতাব ও ভালো পাড়বে , মাগার মিসবাহ মারতে গিয়ে আউট হয়ে যাবে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)