AutoCAD 2008 টিউটোরিয়াল [১ম-পর্ব] :: পরিচিতি


এ টিউটোরিয়াল দ্বারা Auto CAD এ যারা একেবারেই নতুন, তারা যেন উপকৃত হতে পারে। সে কারনেই শুরুর দিকে যতদূর সম্ভব জটিল আলোচনা পরিহার করে সহজ ভাবে বিভিন্ন কমান্ড নিয়ে আলোচনা করব। এজন্য কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সংক্ষিপ্ত বর্ণনা দিব।পরবর্তীতে Auto CAD কিছুটা আয়ত্তে আসলে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া কমান্ডগুলোর বিস্তারিত বর্ণনা দিব। আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক -Auto CAD Open করলে নিচের Window দেখা যাবে।

আজ আর সামনে এগুব না। আপনাদের মূল্যবান মতামত এর অপেক্ষায় থাকলাম। সবাইকে ধন্যবাদ।

Facebook Twitter RSS