তৃতীয় বার্ষিক হ্যাকার
কাপের জন্য
প্রতিযোগীদের নিবন্ধন চলছে ফেসবুক এ। ২৫
জানুয়ারি থেকে শুরু হয়েছে বার্ষিক
এ প্রতিযোগিতা। প্রতিযোগিতার
বিজয়ী হ্যাকার
পাবেন নগদ
১০ হাজার
ডলার পুরস্কার। খবর
প্রেস ট্রাস্ট
অব ইন্ডিয়ার।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের তুলনায় এবারের আয়োজনে পুরস্কারের অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শীর্ষ ২৫ জন হ্যাকার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তর ঘুরে দেখার সুযোগ পাবেন।

নিবন্ধন করতে চাইলে এখানে কিল্ক করুন ।
প্রতিযোগিতা কিভাবে সম্পূর্ন হবে এবং রাউন্ড সম্পর্কে জানতে এখানে কিল্ক করুন।
দ্বিতীয় হ্যাকার কাপ প্রতিযোগিতায় বিশ্বের ১৫০টি দেশ থেকে ৮ হাজার প্রতিযোগী অংশ নেন।